Monday, 27 June 2022

প্রবাহ

তুমি ছুঁলে 
বিদ্যুৎ বয়ে যায়
শরীরে, মনে
রন্ধ্রে রন্ধ্রে

শিহরিত
অন্তঃ কর্ণ
তোমার দৃষ্টি বয়ে
ভেসে যায় অনন্তে
অতি প্রাকৃতিক আবেশে
আমি জ্ঞান হারায়
তোমার হাতের
বন্ধনে আমি মুক্তির
স্বাদ নিয়ে মাতাল

চিন্তারা গুলো শিথিল 
পেয়ে চরতে যায়
আমি তোমার সাথে
তোমার জন্য
নিজেকে প্রস্তুত করি ।